অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। করোনা সংক্রমণ এবং তার জেরে জারি হওয়া লকডাউন। যার ফলে বিশ্বজুড়েই গত কয়েক মাসে কমেছে দূষণের মাত্রা। উন্নতি হয়েছে পরিবেশের। যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশে লকডাউনের জেরে প্রাকৃতিক পরিবেশের উন্নতি হওয়ায় এবং দূষণ কমায় এবার সময়ের আগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
জানা গিয়েছে, বাংলাদেশের তেঁতুলিয়া থেকে দেখা মিলেছে হিমালয় পর্বতমালার এই দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। খালি চোখে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ ধরা দিয়েছে তেঁতুলিয়াবাসীর চোখে। উল্লেখ্য, সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ দেখতে পাওয়া যায়।
কিন্তু এবছর সময়ের বেশ কিছুটা আগেই অক্টোবর মাসে এই মনোরম দৃশ্য ধরা পড়েছে সেখান থেকে। এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে দূষণের কম মাত্রাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রথম তেঁতুলিয়ার পিকনিক কর্নার-সহ বেশকিছু এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় করেন বহু মানুষ ও পর্যটক। কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং ভারতের সিকিম সীমান্তের কাছে অবস্থিত।
তথ্য বলছে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১কিলোমিটার, ভারতের দার্জিলিং এর দূরত্ব ৫৮ কিলোমিটার এবং চীনের দূরত্ব ২০০ কিলোমিটার। ফলে তেতুলিয়ার অত্যন্ত নিকটেই অবস্থান করে কাঞ্চনজঙ্ঘা। স্বাভাবিকভাবেই সময়ের বেশ কিছুটা আগে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ রূপ দেখতে পেয়ে খুশি তেঁতুলিয়াবাসী এবং সেখানে যাওয়া পর্যটকরা।