অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। বহু বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল প্রকাশ ঝা পরিচালিত, ববি দেওল অভিনীত ক্রাইম ড্রামা সিরিজ ‘আশ্রম চ্যাপ্টার ২’র ট্রেলার। সাধুই কি অসাধু চক্রের পাণ্ডা? রক্ষকই কি ভক্ষক? একাধিক প্রশ্নই উসকে দিল সিরিজের নতুন পর্বের এই আগাম ঝলক। চলতি বছরের আগস্ট মাসেই ‘আশ্রম’ সিরিজের প্রথম অধ্যায় প্রকাশ্যে এসেছিল।
যেখানে মূলত বাবা নিরালার দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে তাঁর ভাল মানুষের মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা। এর পরের কাহিনিই তুলে ধরা হয়েছে ‘আশ্রম চ্যাপ্টার ২’।
যার এই আগাম ঝলকে একদিকে যেমন সত্তির স্ত্রী ববিতার ধূসর দিক প্রতিফলিত হয়েছে, অন্যদিকে পম্মির চরিত্রের বিশ্বাসের দেওয়াল ভাঙতে শুরু করেছে। এরই মধ্যে ছদ্মবেশে আশ্রমে গিয়ে পৌঁছেছে ইন্সপেক্টর উজাগর সিং।
ইতিমধ্যেই প্রকাশ ঝা পরিচালিত সিরিজের বিরুদ্ধে সরব হয়েছে নেটদুনিয়ার একাংশ। পরিচালককে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘প্রকাশ ঝা অ্যাটাকস হিন্দু ফেথ’।