স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৯ অক্টোবর।। মানসিক অবসাদে ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন এক যুবক। উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর অফিস টিলা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।সুপ্রিয় দেব-র ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। মৃতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সুপ্রিয় মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু, তিনি চিকিৎসা করাতে রাজি ছিলেন না। প্রায় সময় মনমরা হয়ে বসে থাকতেন।আজ সকালে ধর্মনগরের অফিস টিলা এলাকায় একটি নির্জন স্থানে গাছে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ।
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ধর্মনগর থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।