স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাড়ি। এই অবস্থায় তিনটি পরিবারকে দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন আগরতলা পুর নিগমের একটি স্কুলে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে তাদের জন্য আবাসনে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে প্রতিশ্রুতি দেয় আগরতলা পুর নিগমের কাউন্সিলার। কিন্তু বিগত তিন বছর যাবৎ এই জরাজীর্ণ স্কুল ঘড়ে নতুন করে বাঁচার লড়াই চালিয়ে গেলেও তাদের আবাসনে কোন ঘড় দেওয়া হয়নি। ইতিমধ্যে বাকী দুই পরিবারের মধ্যে এক পরিবার ভাড়া হিসাবে অন্যত্র চলে গেছে।
অপর জন আবাসনে পেয়েছে ঘড়। কিন্তু অটো চালক শঙ্কর সরকার এখনো কোন ঘড় পায়নি। তাই বাধ্য হয়েই এই জরাজীর্ণ স্কুল ঘরে ৫ জনকে নিয়ে জীবন কাটাচ্ছেন। স্কুল ঘড়টির অবস্থা ভাল নয়। এর উপর বিভিন্ন জায়গার লোক জন আসে এই স্থানে। তাই বিকল্প হিসাবে আবাসনে তাদের জন্য একটি ঘড় বরাদ্দ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন গৃহকর্তা শঙ্কর সরকার। তবে বর্তমান কাউন্সিলার ও ক্লাব কর্তৃপক্ষ তাদের আবাসনে ঘড় দেওয়ার ব্যপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।