মহিলা সংগীত শিল্পী শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি-র ঘটনায় চারজন-কে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, আজ আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। প্রসঙ্গত, ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পীকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত ৪ অভিযুক্ত যুবককে আটক করেছে। দশমীর রাতে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় ওই সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। আমতলি থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-বি, ৩৪ এবং আইটি এক্ট–র ৬৭ ধারায় মামলা রুজু করেছে।

এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, অশ্বিনী মার্কেট বিদ্যাসাগর পল্লি এলাকার বাসিন্দা মহিলা সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত একই এলাকার বাসিন্দা সঞ্জিত বর্মণকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে অরিজিৎ বিশ্বাস, অসীম মজুমদার এবং উৎপল দে-কে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই সেদিন ওই সংগীত শিল্পী-কে শ্লীলতাহানির ঘটনায় জড়িত রয়েছেন। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, দশমীর রাতে নিশ্চিন্তপুরের কাছাকাছি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত করা হচ্ছে। কী ঘটেছিল তা তদন্তেই বেরিয়ে আসবে।প্রসঙ্গত, রাতের বেলায় এক যুবতী এবং এক যুবককে কয়েকজন যুবক ঘেরাও করে অশালীন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে ওই যুবতী তার সাথে যুবককে অপ্রীতিকর পরিস্থিতির জন্য দোষারোপ করতেও শুনা গেছে। বেশ কয়েকজন যুবক মিলে রাতের বেলায় এক যুবতী ও তার সঙ্গী যুবককে চরম হেনস্তার ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরায় প্রতিবাদের ঝড় উঠে। ওই নির্যাতিতা যুবতী একজন সংগীত শিল্পী বলে পরিচিতি মিলেছে। তাঁর বাবাও বিশিষ্ট সংগীত শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন। দোষীর গ্রেফতার এবং চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সবাই। একাংশ শিল্পীগোষ্ঠী গতকাল পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ওই ঘটনার বিচার চেয়ে ডেপুটেশন প্রদান করেছেন। আজ আগরতলায় সিটি সেন্টারের সামনেও ওই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বামপন্থী সংগঠন।এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনকেই আদালত জামিন দিয়েছে। কারণ, যে ধারায় মামলা রুজু হয়েছে তাতে সাত বছরের কম সাজার বিধান রয়েছে। তিনি জানান, আগামী ৯ নভেম্বর ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?