স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৯ অক্টোবর।। দীর্ঘ তাল বাহানার পর ২২ গড়িয়া এবং তেলিয়ামুড়ার মধ্যবর্তী খোয়াই নদীর উপর পাঁকা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। ২০০৮ সালে এই পাকা সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। এই পাকা সেতু নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল বহিরাজ্যের সিমপ্লেক্স নামক এক সংস্থাকে। পাকা সেতু নির্মাণকারী সংস্থাটি নির্মাণ কাজ বহুবার বন্ধ করে রেখেছিল। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে পাকা সেতুটি অর্ধনির্মাণ অবস্থায় ছিল।রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পর তেলিয়ামুড়া এলাকার বিধায়িকা কল্যাণী রায় খোয়াই নদীর উপর নির্মীয়মাণ পাকা সেতুটির নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার উপর জোর দেন।
বিধায়িকার প্রচেষ্টার ফলে নির্মাণ কাজ ফের শুরু হয়। বাইশ ঘড়িয়া এলাকাবাসীদের ধারণা আগামী কয়েক মাসের মধ্যে খোয়াই নদীর উপর সেই পাকা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। কাজটি সম্পন্ন হলে এলাকার কৃষকরা অতি দ্রুততার সাথে তাদের কৃষিজ ফসল বাজারজাত করতে পারবে। এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে। রাজ্যের বর্তমান সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বাইশ ঘড়িয়া এলাকার বাসিন্দারা।