স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ অক্টোবর।। গোমতী জেলার উদয়পুরের চাইল্ড লাইনের কর্মীরা এক বাংলাদেশি নাবালককে উদ্ধার করেছে। সে বিলোনিয়া সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। উদয়পুরে পড়িনা ভালো পক্ষে অবস্থান করছে বলে খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।চাইল্ড লাইনের পক্ষ থেকে উদ্ধার করা নাবালক কে হোমে পঠানো হয়েছে। উদয়পুরের চাইল্ড এর কর্মীরা জানান তারা সুনির্দিষ্ট খবর পান উদয়পুরে বাংলাদেশের এক নাবালক ঘোরাফেরা করছে।
সন্দেহজনকভাবে নাবালককে ঘোরাফেরা করার খবর পেয়ে চার লাইনের কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশ থেকে ওই নাবালক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।বিএসএফের টহলদারি তে ঘাটতে থাক সুযোগকে কাজে লাগিয়েই এই নাবালক সীমান্ত দিয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে অনেকের অভিমত ব্যক্ত করেছেন। উল্লেখ্য গত কিছুদিন আগে বাংলাদেশের এক নাবালককে উদ্ধার করেছিল চাইল্ড লাইনের কর্মীরা।