স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। খয়েরপুর পুলিশ আউটপোস্ট এলাকার পূর্ব চাম্পামুরা এলাকায় এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। মৃত গৃহবধূর নাম প্রীতি দাস। স্বামীর নাম সমর দাস। সংবাদ সূত্রে জানা গেছে,বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করেই স্বামীর সংসার করছিল ওই গৃহবধূ। কিন্তু শেষ পর্যন্ত বেঘোরে প্রাণ দিতে হয়েছে গৃহবধূ প্রীতি দাশকে। গৃহবধূকে হত্যা করে তার বাপের বাড়িতে খবর পাঠানো হয় বলে বাপের বাড়ির লোকজন জানিয়েছেন। মৃত্যু সংবাদ পেয়ে বাপের বাড়ির লোকজন তার বাড়িতে আসলে বাপের বাড়ির লোকদের ওপর হামলা সংগঠিত করা হয় বলে অভিযোগ। সমস্ত ঘটনা জানিয়ে খয়ের পুর আউটপোস্ট মৃতার বাপের বাড়ির তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে। উল্লেখ্য রাজ্যে গৃহবধূ নির্যাতন এবং হত্যার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। এটি একটি ভয়ানক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাপের বাড়ির লোক জনরা পাত্র পক্ষের চাহিদামত পর ও অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়ার পরও শ্বশুরবাড়িতে গিয়ে গৃহবধূরা সুখে স্বাচ্ছন্দে দাম্পত্য জীবন কাটাতে পারছে না।নারী অধিকার সুরক্ষার জন্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত অধিকার বাস্তবায়িত করা কষ্টকর হয়ে উঠেছে।