স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গা পুজার পর প্রতিমা বিসর্জন শেষ হতেই দশমীঘাটস্থিত হাওড়া নদীর পার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা। প্রতিমা বিসর্জন দেওয়ার ফলে দশমীঘাটস্থিত হাওড়া নদি মূর্তির কাঠামে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাছারা দশমীঘাট মাঠও আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে।
তাই আগরতলা পুর নিগমের উদ্যোগে সাফাই কর্মীরা হাওড়ানদীর জল থেকে মূর্তির কাঠাম গুলিকে পরিষ্কার করছে। অপরদিকে দশমীঘাট মাঠকেও পরিষ্কার করা হচ্ছে। সাফাইয়ের কাজে নিযুক্ত এক কর্মী জানান করোনা ভাইরাসের প্রকোপ চলছে, তাই হাওড়া নদীর জল যেন দূষিত না হয়, তার জন্য সরকারি নির্দেশিকা মেনে দ্রুত হাওড়া নদী পরিষ্কার করা হচ্ছে।