স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৯ অক্টোবর।। মোহনপুরের বৈরাগীপাড়া চৌমুহনীতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এক যুবক। মৃত যুবকের নাম সত্য রঞ্জন রায়।ঘটনার বিবরণে জানা যায় দুটি বাস গাড়ি একটি অপরদিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবককে ধাক্কা দেয়।তাতে সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।স্থানীয়রা জানিয়েছেন বাস গাড়ি অপর একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
সেখান থেকে নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে খুনি বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ অবশ্য বাসটি আটক করেছে, তবে চালককে আটক করা যায়নি। চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।