স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ অক্টোবর।। মদমত্ত অবস্থায় স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে এক টিএসআর জওয়ান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট স্থিত লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত টিএসআর ১২ নং ব্যাটেলিয়ানের জওয়ান তপন কুমার সরকার মদমত্ত অবস্থায় নিজের TR08-B-7671 নম্বরের স্কুটি নিয়ে চাকমাঘাট বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় মদমত্ত অবস্থায় থাকা টিএসআর জওয়ানকে কোন একটি গাড়ি সজোরে ধাক্কা মারে।
এতে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়ে ওই টিএসআর জওয়ান। এলাকাবাসী এবং তার সহকর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, ওই টিএসআর জওয়ানের বাড়ি পশ্চিমবঙ্গে।