স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।। ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে তামাকজাত দ্রব্য বর্জনের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন৷ সভাধিপতি অন্তরা সরকার দেব তার ভাষণে সুুষ্ঠ ও সুুন্দর সমাজ গঠনের জন্য সকলকে অগ্রণী ভূমিকা নেবার আহ্বান জানান৷
তিনি বলেন, বিদ্যালয় স্তর থেকে শুরু করে কলেজ স্তরের ছেলে মেয়েরা যাতে নেশার কবলে না পড়েন সেজন্য প্রশাসন, সুকল কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের যৌথ প্রয়াস চালিয়ে যেতে হবে যাতে আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারি৷ এই কর্মশালায় ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার সহ অধিকর্তা ড. সুুজিত ঘোষ তামাক দ্রব্য বর্জনে কিভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ এছাড়াও তামাক ও নেশাজাতীয় দ্রব্য মানব দেহের পক্ষে ক্ষতিকারক এ নিয়ে আলোচনা করেন ডা. অরূপ রায়বর্মণ৷ উক্ত কর্মশালায় ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার জেলা কোর্ডিনেটর প্রণব পাল স্বাগত ভাষণ রাখেন৷
কর্মশালায় পশ্চিম জিলা পরিষদের সহকারী সভাধিপতি হরিদুলাল আচার্য, আগরতলা পুরনিগমের কাউন্সিলার রতন সরকার, কাউন্সিলার রতন চন্দ্র দাস, পুরাতন আগরতলা ব্লকের প’ায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব ও বিভিন্ন দপ্তরের অধিকারিকগণ উপস্থিত ছিলেন৷