অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।।কাশ্মীরে জঙ্গিদের নাশকতামূলক কাজ কর্ম বহাল রয়েছে। এই কাজে জঙ্গিরা কোথা থেকে অর্থ পাচ্ছে তা জানতে বুধবার জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কাশ্মীর ছাড়াও বেঙ্গালুরুতেও একই সঙ্গে এদিন তল্লাশি চালানো হয়েছে। মূলত কাশ্মীরের একাধিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস, সংবাদমাধ্যমের দফতর, মানবাধিকারকর্মী, সাংবাদিকদের বাড়িতেও এদিন তল্লাশি চালায় এনআইএর প্রতিনিধিদল। এনআইএর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশ থেকে হাওলার মাধ্যমে জঙ্গিদের কাছে এই টাকা পৌঁছে যাচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান, ব্যবসা বা সমাজসেবামূলক কাজের অজুহাত দেখিয়ে ওই টাকা পাঠানো হচ্ছে।
সেই টাকাই কাজে লাগাচ্ছে জঙ্গিরা। বিদেশি সংগঠন ছাড়াও কাশ্মীরের বেশ কিছু সংগঠনও জঙ্গিদের অর্থ সাহায্য করছে বলে এনআইএর ধারণা। এদিন বেশ কয়েকজন এনজিও কর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ-র প্রতিনিধিরা। নিৰ্দিষ্ট কিছু বিষয়ে তাঁদের জেরা করা হয়। এদিন শ্রীনগরের নয় জায়গায় এবং বান্দিপোরায় তল্লাশি চালায় এনআইএ। কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হয়। এনজিওর অফিস ছাড়াও কাশ্মীরের জনপ্রিয় দৈনিক গ্রেটার কাশ্মীরের অফিসেও এদিন তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালানো হয়েছে কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর বাড়িতে। প্রতাপ পার্ক, নেহরু পার্ক, নাওয়া কাদাল, সোনওয়ারের মতো একাধিক জায়গায় এদিন তল্লাশি চালিয়েছে এনআইএ-র শীর্ষ কর্তারা। তবে এই তল্লাশি নিয়ে এনআইএর তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। জঙ্গিরা অর্থ সাহায্য কোথা থেকে পাচ্ছে সে ব্যাপারে কোন তথ্য প্রমাণ মিলেছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। কাশ্মীরের পাশাপাশি এদিন বেঙ্গালুরুর কয়েকটি জায়গাতেও তল্লাশি চালায় এনআইএ। তবে সেখানেও তল্লাশি সম্পর্কে কোন কথা জানানো হয়নি।