স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।। এই বছর একটু ভিন্ন পরিস্থিতিতে উৎসবের মরশুমে অতিবাহিত করছে দেশ ও রাজ্যের মানুষ। উৎসবের আনন্দের মাঝেও নির্দেশিকাকে মান্যতা দিয়ে চলতে হচ্ছে সকলকে। অতিমারি করোনার প্রকোপ থেকে দেশ ও রাজ্যকে মুক্ত রাখতে এই সময়ে লড়াই চলছে সর্ব স্তরে। দুর্গা পুজার শেষে এবার সময় কোজাগরি লক্ষ্মী পুজার। শুক্রবার পূজিতা হবেন ধন ও সমৃদ্ধির দেবি লক্ষ্মী। আর এরপর আসছে দীপাবলি। ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে হরেক রকমের বাজি।
বাজি বিক্রেতারা জানান করোনার কারনে বাজি কতটা বিক্রি হবে তা নিয়ে শঙ্কিত ছিলেন তারা। কিন্তু সেই রকমের প্রভাব পড়েনি বাজি বিক্রিতে। গত বারের মতই দাম রয়েছে বাজির। তুব্রীর বিভিন্ন সাইজ রয়েছে। সেই সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা। সব বাজির চাহিদা রয়েছে বলে দাবি করেন তিনি। শহরের বিভিন্ন দোকান গুলিতে বিক্রি হচ্ছে নানান রঙের এই বাজি।