স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ী, ২৭ অক্টোবর।। জোলাইবাড়ী এলাকা থেকে একই দিনে উদ্ধার দুটি মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলসীর মুখ এডিসি ভিলেজের একটি রাবার বাগান থেকে উদ্ধার হয় ৬৫ বছর বয়সী ফনিন্দ্র সরকারের ঝুলন্ত মৃতদেহ। অপর দিকে একই দিনে পশ্চিম জোলাইবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হয় নিতাই ভৌমিক নামে ৬২ বছরের ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালে ড্রেনের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। বাইখোড়া থানার ওসি জানান মৃত ব্যক্তি প্রায় সময়ই নেশা গ্রস্থ অবস্থায় থাকত। তার বাড়ি আশ্রম পাড়া এলাকায়। জোলাইবাড়ি বাজারে কাজ করত। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। দুটি মৃত্যুর ঘটনায় মামলা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। তবে জোলাই বাড়ী এলাকায় একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।