অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।।আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদর্থ এবং কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আল-কায়েদা, আইসিস সহ সমস্ত জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ঐক্যমত দুই দেশ। এই প্রসঙ্গে পাকিস্তান যাতে জঙ্গি দমনে দ্রুত, চিরস্থায়ী এবং অপরিবর্তিত পদক্ষেপ নিজের দেশের নেয় বলে সেই কথা জানানো হয়েছে।
পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যাতে তাদের দেশের মাটি ব্যবহার করে কেউ জঙ্গী কার্যকলাপ বিশ্বজুড়ে বৃদ্ধি না করতে পারে। ২৬/১১ মুম্বই, উরি, পাঠানকোটে জঙ্গি হামলায় মূল দোষীদের বিরুদ্ধে যাতে সাজা হয় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হওয়া মঙ্গলবার ২+২ বৈঠকে সীমান্ত সন্ত্রাসসহ সমস্ত ধরনের জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা করা হয়। আন্তর্জাতিক জঙ্গি দমন প্রসঙ্গে যে আগামী দিনে একযোগে কাজ করবে তা এদিনের বৈঠকে নিশ্চিত হয় বলে জানা গিয়েছে।
আগামী দিনে এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ১৭ তম ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র কাউন্টার টেরোরিজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে বলে জানা গিয়েছে। আগামী দিনে দুই দেশ জঙ্গিদের মদদদাতা এবং জঙ্গী সংক্রান্ত একাধিক তথ্য একে অন্যকে সরবরাহ করবে বলে বৈঠকে অঙ্গীকারবদ্ধ হয়েছে দুই দেশ। এমনকি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গুলির কার্যকলাপের ওপর নজরদারি চালাবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।