যোগান কম তাই দেবী লক্ষ্মীর মূর্তির দাম এবার বেশী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।। শারদোৎসব শেষ হতে না হতেই এবার পালা ধন ও সমৃদ্ধির দেবী কোজাগরী লক্ষ্মী পুজোর। করোনা আবহে একের পর এক উৎসবে ভাটা পড়ছে । তবে মন্দের ভালো। দূর্গা পূজার দশমীর শেষ হতে না হতেই দোরগোড়ায় কড়া নাড়ছে ধনদেবী লক্ষ্মী পুজো। আগামী শুক্রবার হচ্ছে লক্ষ্মী পূজা। প্রতি বাঙ্গালির ঘরে ঘরে পূজিত হন ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। তবে এবছর করোনার অতি মারির কারণে কাজ হীন মানুষজন কতটা ধন দেবীর  আরাধনা করতে পারবেন তা সময়ই বলবে।

তবে মৃৎ পাড়ায় চলছে শেষ তুলির টান। তবে বিক্রেতারা জানিয়েছেন, এবছর করোনা  অতিমারির কারণে প্রতিমা তেমন বেশি তৈরি করেননি। যে শিল্পীরা অন্যান্য বছর ৪০০ থেকে ৫০০ লক্ষ্মী প্রতিমা তৈরি করতেন এবছর তারা ২০০ থেকে ৩০০ প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা তৈরির কাঁচামালেরও দাম অন্যান্য বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে সব মিলিয়ে এবছর লক্ষ্মী প্রতিমা তৈরি করে মৃৎ পাড়ার মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। তারা যে প্রতিমা গুলি তৈরি করেছে সেগুলি বাজারে বাজারজাত করে কতটুকু উপার্জন করতে পারবে। তাছাড়া অন্যান্য বছরের চেয়ে এবার কার প্রতিমার দাম যে একটু বেশি হবে তা তাদের কথায় স্পষ্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?