স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। মঙ্গলবার থেকে জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিল TUIRPC। সেই মোতাবেক সোমবার রাত থেকেই খুমুলুঙ এলাকায় জড়ো হতে শুরু করে TUIRPC-র কর্মীরা। মুখ্যসাংগঠনিক সম্পাদক ড্যানিয়াল বরক জানায় ১৩ দফা দাবি ও ১১ দফা অর্ধ সমাপ্ত দাবি নিয়েই তাদের জাতীয় সড়ক অবরোধ। তবে এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের অবরোধে না বাসার আহবান জানানো হয়েছিল। তাদের দাবি গুলি নিয়ে সরকার বিবেচনা করছে বলেও জানানো হয়। অবশেষে সোমবার রাতেই প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে সবুজ সঙ্কেত পাওয়ার পর রাতেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় TUIRPC-র মুখ্যসাংগঠনিক সম্পাদক ড্যানিয়াল বরক।
তিনি সকলের সহযোগিতাকে ধন্যবাদ জানান। এস বি, মহকুমা প্রশাসন থেকে আলোচনা ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী দিনে বৈঠক অনুষ্ঠিত হবে সরকারের সঙ্গে বলে জানান তিনি। দাবি গুলির গুরুত্ব বিবেচনা করে তা অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করবে সরকার তার আশা ব্যক্ত করেন তিনি। তবে সমস্ত দাবি পূরণ হবে না। সেই ক্ষেত্রে দাবি পূরণের সংখ্যা কমে গেলে গনতান্ত্রিক পদ্ধতিতে ফের আন্দোলনে নামার ঘোষণাও দেন মুখ্যসাংগঠনিক সম্পাদক ড্যানিয়াল বরক।