স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ অক্টোবর।। গত কিছু দিন আগে উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন রাইয়াবাড়িতে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ করা হচ্ছিল। পেছন থেকে পরিস্থিতি জটিল করতে উদ্যত হয় একাংশ স্বার্থান্বেষী মহল। বুধবার গোমতী জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে রাইয়াবাড়ি এলাকার কিছু পুরুষ ও মহিলাকে নিয়ে রাধাকিশোরপুর থানার সামনে পথ অবরোধে বসে। এই রাইয়াবাড়ী এলাকাটি কিল্লা থানার অন্তর্গত।
কিন্তু প্রশ্ন উঠেছে কিল্লা থানায় না গিয়ে কেন শহরের রাধাকিশোরপুর থানার সামনে গিয়ে ধর্নায় বসল এই নিয়ে হতবাক সকলে। পড়ে রাধাকিশোর পুর থানার ওসি তাদের ডেকে কথা বলেন। তিনি জানান এই ভাবে রাস্তা অবরোধ বেআইনি। তাছাড়া যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তা পুলিশ প্রশাসনের এক্তিয়ারে পড়ে না বলে জানান। কিছু ক্ষন পর পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। শান্ত শহরে এই ভাবে থানার সামনে পথ অবরোধের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।