অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।।ব্যাট হাতে বাংলার ঋদ্ধিমান সাহার আগ্রাসী ব্যাটিং। বল হাতে লেগস্পিনার রশিদ খানের ম্যাজিক। এই দুইয়ের ধাক্কায় হারের হ্যাটট্রিক হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। আগে ব্যাট করা সানরাইজার্স হায়দরাবাদের ২১৯-২ এর জবাবে মাত্র ১৩১ রানেই শেষ হয়ে যায় শ্রেয়স আইয়ারের দলের।প্লে-অফে ঢোকার শেষ পর্বের লড়াইয়ে এখন সব দলই আগ্রাসী হওয়ার চেষ্টা করছে।
এ দিন সেই ছবিই দেখা গেল হায়দরাবাদের ব্যাটিংয়ে। ঋদ্ধিকে নিয়ে ওপেন করতে নামেন ওয়ার্নার। বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান এর আগে শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিলেন ঋদ্ধি। ৪৫ বলে খেলে গেলেন ৮৭ রানের ঝোড়ো ইনিংস। মারলেন ১২টি চার এবং দুটি ছয়। পিছিয়ে ছিলেন না ওয়ার্নারও। তিনি ৩৪ বলে ৬৬ রান করেন।
মারেন আটটি চার এবং দুটি ছয়। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ১০৭ রান ওঠার পরেই ম্যাচের ছবিটা পরিষ্কার হয়ে যায়।ঋদ্ধি-ওয়ার্নারের গড়ে দেওয়া মঞ্চে পরে ব্যাটের তাণ্ডব দেখালেন মণীশ পাণ্ডে। তিনি ৩১ বলে ৪৪ রান করে যান। যে বোলিং নিয়ে দিল্লি দল সবচেয়ে বেশি আশাবাদী ছিল, সেই কাগিসো রাবাডা এবং অনরিখ নর্খিয়া এদিন হায়দরাবাদ ইনিংসে কোনও রকম প্রভাবই ফেলতে পারলেন না। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও হার মানলেন। ফলে ম্যাচ তখনই হাত থেকে বেরিয়ে যায় দিল্লির।
পাল্টা রান তাড়া করতে নেমে ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় দিল্লি। এবং সেই আক্রমণে নেতৃত্ব দিলেন আফগান স্পিনার রশিদ খান। তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-৭-৩। তাঁকে যোগ্য সহায়তা করলেন সন্দীপ শর্মা (২-২৭) এবং টি নটরাজন (২-২৬)। দিল্লি দলের সর্বোচ্চ স্কোরার ঋষভ পন্থ। তিনি ৩৬ রান করেন। কিন্তু মঙ্গলবারের ঋদ্ধিমান আবারও সম্ভবত চাপের মধ্যেই ফেলে দিলেন ঋষভকে। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে তাঁরা দুজনেই রয়েছেন। এদিন ঋদ্ধি যে ইনিংস উপহার দিলেন, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট না ঋষভকে আবারও পছন্দের দ্বিতীয় তালিকাতেই না রেখে দেয়!