স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।। বাউল সঙ্গীত শিল্পী নিগৃহীতের প্রতীবাদে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট , সংস্কৃতি সংসদ এবং বাংলা সংস্কৃতি বলয় যৌথ ভাবে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে সুবিচার পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করে। সমস্ত স্তর থেকে এর নিন্দা জানানো উচিৎ। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বিচার যাতে সঠিক ভাবে হয় তার দাবি জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট এর কনভেনার সেবক ভট্টাচার্য। মহিলা সঙ্গীত শিল্পী আক্রান্ত হয়েছে। অথচ কেউ কেউ আক্রমণ কারীদের পক্ষ্যে সওয়াল করছেন।
এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। আক্রান্ত শিল্পীর পাশে আছেন তারা বলে জানান তিনি। অন্যদিকে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট এর সদস্য প্রনব সরকার জানান মঙ্গলবার রাতে প্রকাশ্যে একজন মহিলা শিল্পী আক্রান্ত হয়েছেন। এটা নিন্দনীয় ঘটনা। এর ধিক্কার জানান তিনি। এভাবে একজন শিল্পীকে নির্যাতন করা তা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে দাবি জানানো হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে এক মহিলাকে প্রকাশ্যে নির্যাতন করা এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। সমাজের সকল স্তরের মানুষ এর তীব্র প্রতীবাদ জানাচ্ছে বলে জানান তিনি। এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচীতে ছিলেন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট এর সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা।