অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। বর্তমানে টলিউডের এক অন্যতম ঝড়ের নাম মধুমিতা সরকার। বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর গ্ল্যামার যেন ঝরে ঝরে পরছে। টলিউডে একদিকে যেমন অভিনয়ে তিনি তার ফ্যানেদের মন কেড়েছেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী ফলোয়ার সংখ্যা প্রচুর। কীভাবে ইন্টারনেট দুনিয়ায় শিরোনামে থাকতে হয় তা ভালোভাবেই জানেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী বর্তমানে কার সাথে সম্পর্কে রয়েছেন তা নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের।‘কেয়ার করি না’ থেকে ‘বোঝে না সে বোঝে না’ ‘মেঘ বালিকা’ থেকে ‘কুসুম দোলা’ নানান টেলি ধারাবাহিকে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ছোটপর্দা থেকে বর্তমানে বড়পর্দাতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী। সাধারণের তকমা ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন মধুমিতা।
সেখানে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন মধুমিতা। অর্জুন মধুমিতার নতুন জুটিকে বেশ পছন্দ করেছে দর্শকরাও। মাঝেমধ্যেই নানান ধরনের ফটোশুট করে দর্শকদের মন জিতে নেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে শোনা যায় না তাঁকে।অভিনেতা সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কার সাথে সম্পর্ক রয়েছেন মধুমিতা তা জানতে চায় সকলে।
কিন্তু এরই মাঝে নেট পাড়ায় মধুমিতার একটি ছবি ঘুরছে। যেটা পুজোর সময় তোলা বলেই মনে হচ্ছে। সেখানে এক পাঁচতারা হোটেলে ব্রেকফার্স্ট টেবিলে দেখা মিলেছে মধুমিতার সঙ্গে এক নাম-না-জানা পুরুষের। ওই নাম না জানা পুরুষটি কি তবে, অভিনেত্রীর নতুন প্রেমিক? জোর জল্পনা চলছে টলিপাড়ায়। ডিমের পোচের সঙ্গে সেলফি ক্লিকে মধুমিতার বিপরীতে ধরা পড়েছে এক নতুন পুরুষ।
মধুমিতার প্রেম গুঞ্জন নিয়ে টলিপাড়ার অন্দরে উৎসাহের শেষ নেই। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর টলিপাড়ার অনেকের সঙ্গেই নাম জড়িয়ে জল্পনা রটেছিল মধুমিতার সম্পর্কে। যদিও সে সবে কান দেওয়ার পাত্রী অভিনেত্রী নন। তবে, বর্তমানে শোনা যাচ্ছে সাবির ওয়ালিয়া নামে একজন মধুমিতার প্রেমিক। তার সাথেই আপাতত প্রেম নিয়ে লাইমলাইটে রয়েছেন মধুমিতা সরকার। যদিও এই ব্যক্তি বাঙালি নন বলেই মনে হচ্ছে।