অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। মনে মনে যেন নিজেকে তৈরিই করে রেখেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল দলেই। অধিনায়ক ডেভিড ওয়ার্নার নাম না করেই তাঁকেই বিঁধেছিলেন। মঙ্গলবার দুবাইয়ে সেই সমালোচনার জবাব দিলেন ঋদ্ধিমান সাহা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে ঋদ্ধি বলেন, “এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেলাম।
আমি সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছি।” আরও বলেছেন, “প্রথম পাওয়ারপ্লে-তে যাতে বেশি করে রান তোলা যায়, সেদিকেই মন দিয়েছিলাম। সেটা কাজে এসেছে। শুরুর দিকে একটু বলটা দেখে নিতে হয়েছিল, পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমরা ম্যাচটা মুঠোয় নিয়ে ফেলি। তাছাড়া ওয়ার্নারের মতো মারকুটে ব্যাটসম্যান থাকলে ব্যাটিং করার কাজটা মোটেও সহজ হয় না। তবে আমি সেটা নিয়ে বেশি না ভেবে নিজেদের স্বাভাবিক স্ট্রোকগুলোই নিয়ে গিয়েছি।”তাঁর দলের উইকেটকিপারকে নিয়ে উল্লসিত ওয়ার্নারও।
সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক বলেছেন, “মনে হয়েছিল আজ বেয়ারস্টোর পরিবর্তে ঋদ্ধিকে নিয়েই ইনিংস ওপেন করা যেতে পারে। ওর প্রতি আমাদের সকলেরই ভরসা রয়েছে। সেটা ও প্রমাণ করে দিয়েছে। পাওয়ারপ্লে-তে ঋদ্ধির স্ট্রাইক রেট ছিল দেখার মতো। ওর থেকে এমন একটা ইনিংসই আমরা সকলে আশা করেছিলাম। তবে ব্যাটিংয়ের সময় ওর কুঁচকিতে টান লাগে। তাই ফিল্ডিং করতে পারেনি। তবে সেটা খুব বড় চোট বলে মনে করি না আমি।” ঋদ্ধির ব্যাটিং দেখে অভিভূত প্রাক্তনরাও। বীরেন্দ্র সেহবাগ টুইট করেছেন, “এহি হ্যায় রাইট চয়েস বেবি, সাহা।” শচীন তেন্ডুলকরের টুইট, “ঋদ্ধির ব্যাটিং ছিল খুবই পরিণত এবং সময়োপযোগী।
বলের লাইন এবং লেংথ বুঝে নিয়ে ও খুব দ্রুত শটগুলো নেওয়ার জন্য জায়গা তৈরি করে নিয়েছে। কোনও স্লগ ডেলিভারির জন্য ওকে অপেক্ষা করতে হয়নি। আগাগোড়া ঋদ্ধির ব্যাটিং দারুণ উপভোগ করেছি।” বাংলা দলে তাঁর সতীর্থ মনোজ তিওয়ারি টুইট করেছেন, “দুর্দান্ত ইনিংস। যারা তোমাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্যই উপযুক্ত মনে করে, তাদের দারুণ জবাব দিয়েছ। এই ছন্দই তোমাকে ধরে রাখতে হবে।”