স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ অক্টোবর।। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের মুখে ছুড়ল অ্যাসিড। গুরুতর জখম প্রেমিক। প্রেমিকার বিরুদ্ধে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার হয় প্রেমিকাকে। মঙ্গলবার সকালে পুলিশ প্রেমিকাকে বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে খোয়াই বেলছড়া এলাকায়। দীর্ঘ নয় বছর যাবৎ খোয়াই বেলছড়া বাসিন্দা সৌমেন সাঁওতাল সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিনতা সাঁওতালের। দুজনের মধ্যে দীর্ঘ ৯ বছর পূর্বে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।
২০১১ সালে সৌমেন সাঁওতাল বেলছড়া বিদ্যালয় একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তখন বিনতা সাঁওতাল রট টিলা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী ছিল। দুইজনের মধ্যে প্রেমের ভাব সৃষ্টি হয় ধীরে ধীরে। ২০১১ সালে প্রেমিক সৌমেন সাঁওতাল খোয়াই থেকে চলে যায় পুনেতে। সেখানে একটি স্কুলে ভর্তি হয় সৌমেন সাঁওতাল। ২০১২ সালে প্রেমিকা বিনতা সাঁওতাল প্রেমিককে না দেখতে পেয়ে প্রেমের টানে চলে যায় পুনে শহরে। পুনে শহরে গিয়ে দেখে প্রেমিক সৌমেনের আর্থিক চাপের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।
পুনরায় আবার পুনে শহরে দুইজনে দুই স্থানে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই সময় আবার প্রেমিক সৌমেন পুনরায় স্কুলে ভর্তি হয় পাশাপাশি প্রেমিকা বিনতা ও একটি স্কুলে ভর্তি হয়। পুনে শহর থেকেই প্রেমিক সৌমেন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয় ও প্রেমিকা মাধ্যমিক উত্তীর্ণ হয়। প্রেমিক সৌমেনের পড়াশোনার খরচ চালানোর জন্য প্রেমিকা বিনতা নিজের পড়াশোনা ছেড়ে পুনে শহরে গৃহপরিচারিকার কাজে যোগ দেয়। প্রেমিকা বিনতা গৃহ পরিচারিকার কাজ করে প্রেমিক সৌমেনের পড়াশোনা পাশাপাশি সমস্ত খরচ বহন করতো।
২০১৯ সালে মার্চ মাসে পুনে শহরের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে প্রেমিক সৌমেন। প্রেমিক সৌমেন ডিগ্রি অর্জন করার পর শংসাপত্র নিয়ে পুনে থেকে পুনরায় খোয়াই বেলছড়া বাড়িতে চলে আসে। তখন থেকেই প্রেমিক প্রেমিকার প্রেমের দূরত্ব সৃষ্টি হতে থাকে। ২০১৯ সালেরই পুনে শহর ত্যাগ করে প্রেমিকা বিনতা রাচি শহরে চলে আসে। রাচি শহরে একটি সংস্থায় হেলথ ট্রেনিংয়ের জন্য ভর্তি হয় বিনতা। বিনতা প্রতিনিয়ত সৌমেন এর কাছে ফোন করতো। সৌমেন ফোন রিসিভ করতো না। কিছুদিন পর ফোন নাম্বার ব্লক করে দেয় বিনতার।
পুনে শহর থেকে সৌমেন চলে আসার পর প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিনতা রাঁচি থেকে ২০১৯ সালে ২৬ আগস্ট তিন দিনের জন্য খোয়াই আসে সৌমেন এর সাথে দেখা করার জন্য। সৌমেন বিনতার আসার খবর পেয়ে বাড়ি থেকে চলে যায়। বিনতা দেখা না করতে পেরে পুনরায় রাচি চলে যায়। বিনতা রাঁচি থেকে ২০ সেপ্টেম্বর ২০২০ খোয়াই বেলছড়া বাড়িতে আসে। বাড়ি আসার পর বিনতা সৌমেনের বাড়ি না গিয়ে ফোনে কথা বলার চেষ্টা করলেও মোবাইল ফোন নাম্বার ব্লক করে রাখে সৌমেন।
১৯ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিকেলে বিনতা বাড়ি থেকে নিয়ে বের হয় অ্যাসিড। বিনতা বাড়ি থেকে বের হতেই সঞ্জিত সাঁওতালের বাড়ির সামনে প্রেমিকের সাথে মুখোমুখি হয়। দেখা হতেই বিনতা সৌমেনের হাতে ধরে চড় মারার চেষ্টা করে সেই সময় সৌমেন বিনতাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তখন বিনতা রাগে হন্য হয়ে বোতল থেকে অ্যাসিড ছুড়ে সৌমেনের মুখে। এই অবস্থায় প্রথমেই সৌমেনকে রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাথে সাথেই জিবি হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য।