অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।।এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফ্যান্টিনো। মঙ্গলবার ফিফা এক বিবৃতিতে সেই খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ৫০ বছরের ইনফ্যান্টিনোর শরীরে সামান্য করোনা সংক্রান্ত উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে দশ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ফিফা তার বিবৃতিতে আরও জানিয়েছে, গত কয়েক দিন ইনফ্যান্টিনোর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও করোনার পরীক্ষা করিয়ে নিতে। ফল নেগেটিভ এলেও তাঁদেরও কোয়ারেন্টাইনে যাওয়ার অনুরোধ করেছে ফিফা। তবে তিনি এখন সুস্থই রয়েছেন বলে ফিফা জানিয়েছে। এ দিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা নিয়ে চিন্তায় রয়েছে জুভেন্টাস। কাল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে জুভেন্টাস। সেই ম্যাচে রোনাল্ডোর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রোনাল্ডো।
তিনি এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। জুভেন্টাস দলের ম্যানেজার আন্দ্রেয়া পিরলো জানিয়েছেন, রোনাল্ডোর আরও একটি করোনার পরীক্ষা হবে। সেই ফল কী হবে, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে ফল যদি নেগেটিভও আসে, তাতেও রোনাল্ডো মাঠে নেমে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পিরলো বলেছেন, “আমাদের অপেক্ষা করতেই হবে। রোনাল্ডোর সুস্থ হয়ে ওঠাটাই আমাদের কাছে এখন সবচেয়ে জরুরি ব্যাপার। ও মাঠে ফিরলেই জুভেন্টাস আবার আগের ছন্দে ফিরে আসবে।”