স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।।সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড ২০২০, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষম শর্তাদি কোড ২০২০ সহ তিনটি শ্রম আইন সংশোধন করার দাবিতে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মুখে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটি। এদিন প্রতিবাদ কর্মসূচিতে দাবি তুলে এই তিনটি শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী।
এতে শ্রমিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। এই শ্রমিক কোড গৃহীত হবার ফলে শ্রমিকদের স্বার্থ অধিকাংশ ক্ষেত্রে বিঘ্নিত হবে। সংস্থাগুলি মর্জিমাফিক শ্রমিকদের উপর কাছে শর্তাদি আরোপ করতে পারবে। পেশাগত সুরক্ষা স্বাস্থ্য ও কর্মক্ষম শতাধিক কোড ২০২০ -এ পরিযায়ী শ্রমিক মজুরি ভিত্তিতে সংজ্ঞায়িত করা হয়েছে। শ্রমিকরা যেখানে কাজ করবে এর পার্শ্ববর্তী ও নিকটবর্তী এলাকায় বসবাসের ব্যবস্থা কোন গুরুত্ব দেওয়া হয়নি বলে আশঙ্কা প্রকাশ করেন পশ্চিম জেলার সম্পাদক গৌতম দেব। এধরনের ১৩ টি দাবি তুলে শ্রম আইন সংশোধন করতে প্রতিবাদ কর্মসূচি পালন করে পশ্চিম জেলার ভারতীয় মজদুর সংঘ।