অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য নাসার। চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছয়, সেখানে জলের সন্ধান মিলল। নাসা-র স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনোমি (সোফিয়া)। চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। নাসা ট্যুইট করে বলেছে, আমরা ঘোষণা করছি যে, এই প্রথমবার আমরা চাঁদের সূর্যালোকিত অংশে এইচ২ও-র বিষয়টি নিশ্চিত করছি। এটা ইঙ্গিত দেয় যে, সমগ্র চন্দ্রপৃষ্ঠেই জল বন্টিত রয়েছে।অতীতে চাঁদের ভূ-স্তরে হাইড্রোজেনের রূপান্তরিত নমুনা পাওয়া গেলেও বিজ্ঞানীরা জল বা তার কাছাকাছি কোনও যৌগের অণু খুঁজে পাননি।
সাম্প্রতিক অনুসন্ধানে চাঁদের পিঠের ওই অংশে মোটামুটি ১২ আউন্স পরিমাণ জল পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, সোফিয়া চাঁদের ক্লেভিয়াস ক্রেটারে জলের অনু (এইচ২ও)-র হদিশ পেয়েছে। ক্লেভিয়াস ক্রেটার চাঁদের দক্ষিণ গোলার্ধে পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে বড় গহ্বরগুলির মধ্যে একটি। এর আগে বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছিল যে, চাঁদে হাইড্রোজেন রয়েছে। কিন্তু জলের অস্তিত্ব নিয়ে কিছু কিছু এর আগে জানা যায়নি। নাসা-র এই ঘোষণা যুগান্তকারী বলে মনে করা হচ্ছে।