এবার যে কোনও ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবেন

অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। বদলে যাচ্ছে দীর্ঘদিনের নিয়ম। এবার যে কোনও ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবেন। কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইউনিয়ন টেরিটোরি অফ জম্মু এন্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন থার্ড অর্ডার, ২০২০ অনুযায়ী যে কোন ভারতীয় নাগরিক জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবেন। অর্থাৎ ভূস্বর্গে জমি কেনার ক্ষেত্রে আর কোন বাধা রইল না। কাশ্মীরের রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই সেখানে জমি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এতদিন ৩৭০ ধারা জারি থাকার কারণে কাশ্মীরের বাইরের কোনও মানুষ সেখানে জমি কিনতে পারতেন না।

তবে এক বছরেরও বেশি সময় আগে মোদি সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে। তাই এবার কাশ্মীরে যে কোনও ভারতীয় নাগরিকই জমি বা বাড়ি কিনতে পারবেন। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের যে কোন জায়গায় জমি কিনতে গেলে যে আইন মোতাবেক কাজ হয় এখানেও সেই একই আইন চালু হবে। প্রসঙ্গত, ৩৭০ ধারা তুলে নেওয়ার পরই জম্মু-কাশ্মীরে জমি কেনার বিষয়টি সহজ হয়েছিল। এবার আইনের মাধ্যমে  সেই প্রক্রিয়াকে সম্পূর্ণ করল মোদি সরকার। জম্মু-কাশ্মীরে যে কেউ জমি কিনতে পারবে, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের পর্যটন ব্যবস্থা আরও উন্নত হবে বলে অনেকেই মনে করছেন। কারণ বাইরের মানুষ কাশ্মীরে জমি কিনে হোটেল ব্যবসা বা হোম স্টের মত পর্যটকদের জন্য বিভিন্ন ব্যবস্থা করবেন। কাশ্মীরের মানুষের জীবন ও জীবিকা আরও সহজ ও স্বচ্ছল হবে। মোদি সরকার এই সিদ্ধান্তকে অনেকেই বাস্তবচিত বলে মনে করছেন। উল্লেখ্য, ২০১৯-এর ৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?