স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। জিবির ডায়ালেসিস পরিষেবা নিয়ে ক্ষোভ জানান রোগীর আত্মীয় পরিজনেরা। তাদের অভিযোগ একাধিক ওষুধ তাদের কিনে দিতে হচ্ছে। আগে এই ওষুধের একটা বড় অংশ সরকারী ভাবে প্রদান করা হত। কিন্তু বর্তমানে সেই ওষুধ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত ওষুধ গুলি বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে জিবিতে ডায়ালেসিস পরিষেবা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনদের। কোন কোন সময় এই ওষুধ কিনতে হচ্ছে কালোবাজারে। রাজ্যের নানান প্রান্ত থেকে ডায়ালেসিস পরিষেবা নিতে আসেন রোগীরা।
একই ডায়ালেসিস এর জন্য দিন পাওয়া মুশকিল। তার উপর রয়েছে গাড়ি ভাড়া। এর সঙ্গে ওষুধের এই অবস্থায় আত্মীয় পরিজনদের অবস্থা করুন বলে জানান। বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা থাকলেও তা সঠিক ভাবে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান রোগীর আত্মিয় পরিজন। আগামী দিনে কিভাবে তাদের রোগীদের ডায়ালেসিস দিতে পারবেন এই নিয়ে উদ্বিগ্ন তারা। প্রধানমন্ত্রী ডায়ালেসিস যোজনা থেকে বর্তমানে জিবিতে বিনামূল্যে কোন পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আত্মীয় পরিজনদের।