মলয়নগরের দত্ত পল্লীর মা ও মেয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানা এলাকার মলয়নগরের দত্ত পল্লীর মা ও মেয়ে গত পাঁচ দিন ধরে নিখোঁজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছেগত বুধবার বেলা দশটা নাগাদ বাজারে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয় মা। তারপর আমার বাড়িতে ফিরে আসেনি।সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে মা এবং মেয়ের কোনো খোঁজ না পেয়ে পর দিন হরতাল বৃহস্পতিবার শ্রীনগর থানায় এ ব্যাপারে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।

শ্রীনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।কিন্তু পাঁচদিন অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ মা এবং মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এর পেছনে কোন না কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলে স্থানীয় জনগণের অভিমত। টানা পাঁচদন ধরে মা এবং মেয়ে নিখোঁজ থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।অবিলম্বে মা এবং মেয়েকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।পাশাপাশি এ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য জোরালো দাবি উঠেছে।পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের পরিবারে কোনো ধরনের ঝামেলা ছিল না।তবে কেন মেয়েকে নিয়ে মা বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছে তা নিয়েই প্রশ্ন উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?