অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। করোনা এবং লকডাউন এই দু’য়ের জেরে দেশের অর্থনীতির হাল বেহাল। এই পরিস্থিতিতে অর্থনীতির অবস্থা চাঙ্গা করে তুলতে মরিয়া কেন্দ্র। এমতাবস্থায় উৎসবের মরসুম যেতে না যেতেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কথা ভাবছে কেন্দ্র এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট সূত্রে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে প্রায় ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ টাকা।