স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী। তিনি ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তার অপর নাম মহালক্ষ্মী। লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়।
দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত । বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করে থাকেন। এই পূজা সাধারণত বাড়ির সধবা স্ত্রীলোকেরাই করে থাকেন। ধর্মীয় রিতি অনুযায়ী ৩০ অক্টোবর অর্থাৎ শুক্রবার এই বছর লক্ষ্মী পুজা। লক্ষ্মী পুজাকে সামনে রেখে ইতিমধ্যে মৃৎ শিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে রাজধানীর বাজারে উপস্থিত হয়ে গেছে।
তবে মূর্তি বিক্রেতারা জানান এই বছর মূর্তির যোগান কিছুটা কম রয়েছে। তবে দাম কিছুটা বেশি। কারন মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই বছর বাজারে লক্ষ্মীর মূর্তির চাহিদা কেমন থাকবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃৎ শিল্পীরা।