স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন এলাকায় নির্যাতিতা স্ত্রীর অভিযোগ স্বামীর কাছ থেকে শিশুকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এব্যাপারে দুজনের বিরুদ্ধে মহিলা থানায় মামলা গৃহীত হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছেবিটার বন এলাকার পূর্ণিমা খাতুন নামে নির্যাতিতা এক গৃহবধূ আগরতলা পশ্চিম মহিলা থানা এবং তাদের কাছে অভিযোগ করেন তাঁর শিশুকে আটকে রেখেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা।স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বারবার বলা সত্ত্বেও শিশুকে তার কাছে দেওয়া হচ্ছে না। শ্বশুরবাড়িতে অবুঝ শিশুকে আটকে রাখা হয়েছে।শিশুকে উদ্ধার করে মায়ের কাছে এনে দেওয়ার জন্য চাইল্ড লাইন এবং মহিলা পুলিশের কাছে দাবি জানানো হয়। সে অনুযায়ী মহিলা পুলিশ অভিযুক্ত স্বামীর সঙ্গে যোগাযোগ করে।
কিন্তু নির্ধারিত সময়ের পরও অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন রা পুলিশের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করায় চাইল্ড লাইনের কর্মকর্তারা মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে নির্যাতিতা মহিলাদের বাড়িতে যান। তখন ঐ মহিলার শ্বশুর এবং শাশুড়ি মহিলা থানার পুলিশের ওপর হামলা চালায়। মহিলা পুলিশের পোশাক পর্যন্ত ছিড়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনার বিষয়ে মহিলা থানায় একটি মামলা হয়েছে। আক্রমণকারী অভিযুক্তরা হলো কালাবতী বিবি এবং হাসেন মিয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত নির্যাতিতার গৃহবধূর শ্বশুর এবং শাশুড়ি কে গ্রেপ্তারে সংবাদ নেই। অবুঝ শিশুটিকে ও সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মকর্তারা।রাজধানী আগরতলা শহর সংলগ্ন এলাকায় এ ধরনের ঘটনার সংবাদে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।