স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৭ অক্টোবর।। গাঁজা খেতে হানা দেয় পুলিশ। মঙ্গলবার সকালে কাঞ্চনপুর মহাকুমার জমা রায়পাড়া এ ডি সি ভিলেজের জারি হামপাড়ায় এই অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন ধরে গোপন সংবাদ ছিল। সেই সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজীৎ শুক্ল দাস, কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এইদিন জারি হাম পাড়ায় গিয়ে গাজা বাগান ধ্বংস করে । প্রায় ২০০ গাঁজা গাছ নষ্ট করে পুলিশ।গাঁজা গাছ গুলি কেটে কাঞ্চনপুর থানায় নিয়ে আসে। গভীর জঙ্গল হওয়ায় গাজা বাগানের মালিকের খোজ পায়নি পুলিশ।