স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৭ অক্টোবর।। কুমারঘাট এ বিদ্যুত নিগমের আবাসিক এলাকায় ছাদের পলেস্তারা ভেঙে পড়ে একজন গুরুতর ভাবে আহত হয়েছেন। ছাদের পলেস্তারা ভেঙ্গে পড়ায় মাথায় প্রচন্ড আঘাত লেগেছে।আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সংবাদ সূত্রে জানা গেছে কুমারঘাট এ বিদ্যুত নিগমের আবাসিক এলাকার ঘরগুলি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পড়ে রয়েছে।
আভাস গুলো সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন আবাসিক রা। কিন্তু এ ব্যাপারে কোনো হেলদোল নেই বিদ্যুৎ নি গম কর্তৃপক্ষের।ছাদের পলেস্তারা ভেঙ্গে একজন আহত হওয়ার ঘটনার পর এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে বিদ্যুৎ নিগমের আবাসিক এলাকার ঘরগুলি দ্রুত মেরামত করার জন্য দাবি উঠেছে।