মোদিকে সিটের অফিসে দীর্ঘ নয় ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল

অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। ২০০২-এর গুজরাত দাঙ্গার পর অভিযোগ ওঠে, রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যক্ষ মদতেই দাঙ্গা হয়েছে। গুজরাত দাঙ্গার কারণ অনুসন্ধান করতে সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল বা সিটকে দায়িত্ব দেয়। ওই দাঙ্গার ঘটনাতেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট নরেন্দ্র মোদিকে জেরা করে। মোদিকে সিটের অফিসে দীর্ঘ নয় ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। জেরা চলাকালীন মোদি এক কাপ চাও খাননি। সিটের করা সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি। নিতান্তই ঠান্ডা মাথায়, ভেবে চিন্তে তিনি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এই তদন্তে তিনি কখনও কোনও রকম অসহযোগিতা করেননি। সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আর কে রাঘবন নিজের আত্মজীবনী এ রোড ওয়েল ট্রাভেলড এই কথা লিখেছেন।

সিবিআইয়ের ডিরেক্টর থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ মামলা সামলেছেন রাঘবন। গুজরাত দাঙ্গা, পশুখাদ্য কেলেঙ্কারি, বোফর্স কেলেঙ্কারি, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করেছিলেন রাঘবন। ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি সবরমতি এক্সপ্রেস আগুন দেওয়া হয়েছিল। ওই ঘটনায় ৫৮ জন করসেবকের মৃত্যু হয়। এরপরেই গুজরাতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। যার বলি হয়েছিল ১০৪৪ জন। অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দাঙ্গা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেননি। বরং তাঁর মদতেই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। এর পরই এই দাঙ্গার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ তদন্তকারী দলকে দায়িত্ব দেয়। গুজরাতে গান্ধীনগরে সিটের অফিসে মোদিকে নয় ঘণ্টা জেরা করা হয়।রাঘবন তাঁর আত্মজীবনীতে লিখেছেন, জেরা চলাকালীন মোদি প্রতিটি প্রশ্নের সুচিন্তিত জবাব দিয়েছিলেন। তিনি কখনও উত্তেজিত হননি।

সিটের পক্ষ থেকে তাঁকে লাঞ্চ করতে বলা হলেও তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি সঙ্গে করে জল এনেছিলেন। মাঝেমধ্যে  শুধু সেই জল খেয়েছিলেন। তাঁকে ১০০-রও বেশি প্রশ্ন করা হয়েছিল। প্রতিটি প্রশ্নের তিনি জবাব দিয়েছিলেন। তদন্তে সব ধরনের সহযোগিতা করেছিলেন। জেরা চলাকালীন একবারও বিশ্রাম নিতে রাজি হননি। একবার তিনি বিশ্রাম নিতে রাজি হয়েছিলেন, তবে সেটা নিজের জন্য নয় তদন্তকারী অফিসারের প্রয়োজনে। উল্লেখ্য, শেষ পর্যন্ত ২০১২-য় সিট নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয়। একই সঙ্গে সিট এটাও জানিয়ে দেয় যে, মোদির মদতে গুজরাতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল এমন কোনও প্রমাণ মেলেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?