স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৭ অক্টোবর।। গত ৪৮ ঘণ্টায় রাজ্যে দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।দুর্ঘটনার পর পারতে স্বার্থপর মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। আগরতলা সাবরুম জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হরিনা বাজারের গাড়ির ধাক্কায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। বিশালগড় এ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। দক্ষিণ ত্রিপুরা জেলার শংকর মঠ আশ্রম সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুজনের।
গুরুতরভাবে আহত হয়েছেন আরো একজন। দুটি দ্রুতগামী বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ বাইক দুটি আটক করেছে। এ ব্যাপারে মামলা গ্রহণ করেছে পুলিশ।দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।রানির বাজার থানা এলাকার নলগড়িয়া এলাকায় বাইক এবং অটো সংঘর্ষে আহত হয়েছেন আরো দুজন।এক্ষেত্রেও বাইক এবং অটো আটক করেছে পুলিশ।এছাড়া শারোদৎসব চলাকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি পথ দুর্ঘটনার খবর মেরেছে।