স্টাফ রিপোর্টার, রানিরবাজার, ২৭ অক্টোবর।। রানিরবাজার থানা এলাকার ধুপছড়া বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডে ৫ টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে আশঙ্কা করা হচ্ছে।গভীর রাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুরে ছারখার হয়ে যায় । এ ব্যাপারে রানির বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।এদিকে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ছড়া বাজার পরিদর্শন করেছেন। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী শ্রী দেববর্মা।ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যবসায়ী পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছেন রাজস্ব মন্ত্রী। ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।