স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা প্রেসক্লাবের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয় ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট-এর মনোনীত প্রার্থীরা। উপস্থিত ছিলেন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট-এর কনভেনার সেবক ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার, সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা।
এইদিন প্রায় শতাধিক সাংবাদিক সমবেত ভাবে আগরতলা প্রেসক্লাবে গিয়ে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট-এর প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশান অফ জার্নালিস্ট-এর সকল প্রার্থীরা এইদিন মনোনয়ন পত্র জমা দিয়েছে। কোন ধরনের অপ্প্রচার কিংবা গুজবে কান না দেওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান। আগরতলা প্রেসক্লাবকে জাতীয় মানের প্রেসক্লাবে পরিণত করা হবে বলেও জানান তিনি।