স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ অক্টোবর।।বিশালগড় নিউ মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল পরপর দুটি দোকানে হানা দিয়ে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। শারোদৎসব চলাকালে এই চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।
বিশালগড় বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন প্রায় সময়ই বিশালগড় বাজারে এ ধরনের ছোটখাট দুর্ঘটনা ঘটে চলেছে। পরপর এসব চুরির ঘটনা ঘটতে থাকলেও পুলিশ চোরদের পাকড়াও করতে সক্ষম হচ্ছে না। বিশালগড় বাজারে রাত্রিকালীন পুলিশি টহল নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন রা।ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে।