স্বদলীয় লোকের হাতে বেদম মার খেয়ে অপমানে আত্মঘাতী এক ব্যাক্তি

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৭ অক্টোবর।। স্বদলীয় লোকের হাতে বেদম মার খেয়ে অপমানে আত্মঘাতী সাতচল্লিশ বছরের এক ব্যাক্তি । আত্মঘাতী ব্যাক্তির নাম রতন ধূপি । মঙ্গলবার দুপুরে বাধ্যতা মূলক হত্যার অভিযোগ এনে আত্মঘাতী রতন ধূপির স্ত্রী আলো রানি ধূপি বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে তিন জনের বিরুদ্ধে । ঘটনা বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতের কিল্লা মূড়া এলাকায় গত সোমবার । উত্তর সোনাইছড়ি কিল্লা মূড়া এলাকার বাসিন্দা আত্মঘাতী রতন ধূপির স্ত্রী আলো রানি ধূপির কাছ থেকে ঘটনায় জানা যায় তার স্বামী রতন ধূপি উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতের সদস্য দীবাকর আচার্য এর বাড়িতে যাওয়ার পর , সাধারণ বিষয় নিয়ে কথাকাটাকাটির পর সেখানে পঞ্চায়েতের সদস্য দীবাকর আচার্যের ভাই প্রানকৃষ্ণ আচার্য মারধর করার পর এখানে ক্ষান্ত থাকেনি ।

রতন ধূপি বাড়িতে আসার পর পেছনে পেছনে প্রানকৃষ্ণ আচার্য , জয়দেব দেবনাথ ও কালু দে বাড়িতে ডুকে অতর্কিত ভাবে আক্রমন শুরু করে মারতে থাকে স্ত্রী আলো রানি ধূপি ও ছেলের সামনে । লাঠি ও রডের আঘাতে রতন ধূপি জখম হয় । সামনের দুটি দাঁত ভেঙ্গে যায় । এই রতন ধূপি শাসক দলের একনিষ্ট কর্মী । নিজের লোকের হাতে মার খেয়ে রক্তাক্ত জখম হওয়াতে অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশের পূর্ব দিকে রাবার বাগানে সবার অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করে রতন ধূপি । ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে মর্গে নিয়ে আসে । প্রানকৃষ্ণ আচার্য , জয়দেব দেবনাথ ও কালু দে – এই তিন জনের বিরুদ্ধে মৃত রতন ধূপির স্ত্রী আলো রানি ধূপি বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে সুস্থ বিচার চেয়ে। এখন দেখার বিষয় পুলিশ অভিযোগ মূলে অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যাবস্থা নেয় কিনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?