স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। বিজয়া দশমীর দিন সকালে রাজধানী আগরতলা শহরের কাঁসারি পট্টি এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। একটি দালান বাড়ির অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দ্বিতল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারী এবং স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে দমকল বাহিনীর জওয়ানরা জ্বলে ওঠে।তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে। তবে এরই মধ্যে দোকানঘর পুড়ে ছারখার হয়ে যায়। দোকানের মালিক জানিয়েছেন অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনাটি দিনের বেলা না ঘটে রাতের বেলা ঘটলে ভয়ঙ্কর আকার ধারণ করতো। দিনের বেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান।সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর জওয়ানদের খবর দেওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর কর্মীদের কর্মকুশলতা ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ।দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে কাঁসারি পট্টি এলাকায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে যেতে পারতো বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন।