অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর।। বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ৪.৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যআ পার করেছে সাড়ে ১১ লক্ষের গণ্ডি। উদ্বেগের আবহে বিশ্ববাসীকে সুখবর দিলেন জনসন অ্যান্ড জনসন সংস্থার জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া- আকলি।
আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে প্রথম ব্যাচের কোভিড ভ্যাক্সিন তৈরির কাজ। প্রসঙ্গত, সম্প্রতি এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল পরীক্ষা পর্ব।
কিন্তু গত শুক্রবারই মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়ে, তাদের তৈরি ভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ফের শুরু করা হচ্ছে। সূত্রের খবর, চলতি বছরের শেষেই ৬০,০০০ স্বেচ্ছাসেবকের উপরে করা সেই ট্রায়ালের ফলাফল প্রকাশিত হবে।
করোনার প্রতিষেধক নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা এখন তুঙ্গে। এরই মধ্যে করোনা সংক্রমিতের সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। বিজ্ঞানী থেকে চিকিত্সক সকলেরই এখন একটাই লক্ষ্য, কীভাবে এই মারণ সংক্রমণের থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য দরকার টিকা। ইতোমধ্যেই সেই টিকা আবিষ্কারের নেশায় ডুব দিয়েছে সারা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা।
অনেক ভ্যাকসিনের ট্রায়াল পর্বও শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রবীণ রোগীদের ক্ষেত্রে অ্যাস্ট্রা জেনেকা-র তৈরি কোভিড ভ্যাক্সিন ইতিবাচক ফল দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িক স্থগিত থাকলেও ফের ট্রায়াল শুরু হয়েছে সেই ভ্যাক্সিনের। আশার আলোর দেখিয়ে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই হাতে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন।