অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর।। করোনার টিকা আবিষ্কার হলে দেশের প্রত্যেক মানুষকে তা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রবিবার এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী।
গত সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় ইস্তেহার প্রকাশ করে বিজেপি। গেরুয়া দল এবার প্রতিশ্রুতি দিয়েছে, বিহারে ক্ষমতায় এলে তারা রাজ্যের প্রত্যেককে বিনামূল্যে টিকা দেবে।
কিন্তু বিজেপির এই প্রতিশ্রুতি সামনে আসতেই দেশের প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল তীব্র সমালোচনা করেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি শুধুমাত্র বিহারের শাসক দল নয়, এই দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। তাই শুধুমাত্র একটি রাজ্যের মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হলে সেটা গোটা দেশবাসীর প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করা হবে।
এমনকি, বিজেপির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামার কথাও জানায় বিরোধীরা। রবিবার ওড়িশার বালাসোরে তিন কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী। সেখানেই মন্ত্রী বলেন, করোনার টিকা আবিষ্কার হলে দেশের প্রত্যেক মানুষকেই বিনামূল্যে এই টিকা দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
প্রধানমন্ত্রী তো আগেই জানিয়েছেন, সকলকেই আমরা বিনামূল্য টিকা দেব। তাই কারও অযথা ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন্দ্রের মোদি সরকার সবসময়ই মানুষের কথা ভেবে এসেছে, মানুষের পাশে থেকেছে।
টিকা আবিষ্কার হলে কেন্দ্রের পক্ষ থেকে অবশ্যই সকলকে তা বিনামূল্যে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, অসম, পদুচেরি,তামিলনাড়ুর মত রাজ্যগুলি বিনামূল্যে মানুষকে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।