অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানেন না ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পকে এভাবেই আক্রমণ করলেন তাঁর প্রতিপক্ষ জো বিডেন। বিশ্ব জলবায়ু প্রসঙ্গে বলতে গিয়ে ভারত, চিন ও রাশিয়াকে ‘দূষিত’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ভারতের বাতাস নোংরা।
এই প্রসঙ্গ তুলেই বিডেন বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে কথা বলতে জানেন না ট্রাম্প’। তবে শুধু আবহাওয়াই নয়, অভিবাসী প্রসঙ্গও তুলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। অভিভাসীদের বিরুদ্ধে ট্রাম্পের বিপজ্জনক মন্তব্যের জেরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাঁদের উপর কট্টরপন্থী শ্বেতাঙ্গদের আক্রমণ বাড়ছে বলেও জানিয়েছেন বিডেন।
বন্ধু রাষ্ট্র ভারত সম্পর্কে ট্রাম্প কেন লাগাতার এমন মন্তব্য করে চলেছেন সেই প্রশ্নও তুলেছেন ডেমোক্র্যাট প্রার্থী। আমেরিকায় বসবাসকারী প্রায় ২০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত ভোটারের কাছে তাঁকে সমর্থনের আবেদেন জানিয়েছেন জো বিডেন।