রাহুলরা দুর্দান্ত জয় উপহার দিলেন মালকিন প্রীতি জিন্টাকে

অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। আগে ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাব দলের স্কোর ১২৬-৭। জবাবে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস শেষ মাত্র ১১৪ রানে! কোনও কল্পিত স্কোর নয়। শনিবার দুবাইয়ে এভাবেই অবিশ্বাস্য ক্রিকেট খেলে কেএল রাহুলরা দুর্দান্ত জয় উপহার দিলেন দলের মালকিন প্রীতি জিন্টাকে।

যদিও বলিউড অভিনেত্রী সেই জয়কে উৎসর্গ করলেন দলের অন্যতম ক্রিকেটার মনদীপ সিংয়ের সদ্যপ্রয়াত বাবাকে। তিনি টুইট করলেন, “এই জয়টা আমরা ম্যান্ডের বাবাকে উৎসর্গ করছি।

মনদীপ তুমি সিংহের মতো হৃদয় পেয়েছ এবং তোমার লড়াই করার ক্ষমতা ভয়ঙ্কর। আমি জানি তোমার বাবা ভাল জায়গাতেই রয়েছেন। তোমার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। তুমি এই দলের প্রকৃত সিংহ।” আর নাটকীয়তায় ভরা ম্যাচে পাঞ্জাবকে জয় তুলে দিলেন দুই পেসার অর্ষদীপ সিং এবং ক্রিস জর্ডান।

দুই বোলারই তিনটি করে উইকেট পান। হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (২০ বলে ৩৫) ছাড়া আর কেউ এই কম রান তাড়া করে ম্যাচ জিততে পারেননি। যা নিয়ে ম্যাচের পরে গর্বিত অধিনায়ক কে এল রাহুল বলেছেন, “জানতাম খুব কম রান হয়েছে, তবে এটাও মনে হয়েছিল চেষ্টা করলে ম্যাচটা জেতাও যায়।

আসলে জয়টাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি। কিন্তু সবকিছু পরেও এটা বলতেই হচ্ছে, মাঠে দাঁড়িয়ে এই জয়টা দেখার পরে আমিও বাক্যহারা হয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য।” ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবলের পাঁচ নম্বরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

রাহুল বলেছেন, “এমন একটা জয়ের পরে অনেকেই অনেক ত্রুটির কথা ভুলে যেতে চান। কিন্তু আমার পক্ষে সেটা ভোলা সম্ভব নয়। ব্যাটসম্যানদের এদিনের পারফরম্যান্স ছিল সত্যিই হতাশাজনক। সত্যি বলতে,আমি মনে করেছিলাম কমপক্ষে রানটা ১৬০-১৭০ মতো হবে। কিন্তু তা হয়নি।

প্রথম ছয় ওভারে মাত্র ৪০ রান ওঠা মোটেও সুখকর নয়। তবে পরের দিকে বোলাররা সেই চাপটা কমিয়ে দিয়েছে। বিশেষ করে, অর্ষদীপ দুর্দান্ত বোলিং করেছে। চাপের মুখে এমন বোলিং ওর মতো তরুণ বোলারের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে বলেই মনে করি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?