অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই করোনা সংক্রমণের আবহে সবাই সচেতনভাবে উৎসবে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বলেছেন, ‘এই উৎসব আমাদের বার্তা দেয়, এই লড়াইয়ে আমরা জিতবই’। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, এবারের দীপাবলিতে দেশের জওয়ান ও করোনা যোদ্ধাদের সম্মান জানাতে।
একটি করে প্রদীপ জ্বালাতে। নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘আপনারা অন্তত একটা করে প্রদীপ বীর জওয়ানদের স্মরণ করে জ্বালান।
সীমান্তে যে বীর জওয়ানরা পাহাড় দিচ্ছেন তাঁদের সঙ্গে আছে গোটা দেশ। দেশের সেবার জন্য যাঁরা ঘরে থাকতে পারছেন না, তাঁদের পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানাই’। এদিন ফের একবার আত্মনির্ভরতা ও ‘ভোকাল ফর লোকাল’য়ের কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।