অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে হার শাখতার দনেস্কের কাছে। তারও আগে গত সপ্তাহে লা লিগায়হার কাদিস নামে নিছকই অপরিচিত দলের বিরুদ্ধে। শনিবার কাম্প নু-তে বার্সেলোনার বিরুদ্ধে মরসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে নামার আগে পিছিয়েই ছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ের পরে রাতারাতি পাল্টে গেল ছবিটা। বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে জিনেদিন জিদানের দল ফের চনমনে। শনিবারের ম্যাচের পাঁচ মিনিটে ফেদেরিকো বালবের্দে গোল করে এগিয়ে দেন রিয়ালকে। আট মিনিটে আনসু ফাতি গোল করে সমতায় ফিরিয়ে আনেন বার্সেলোনাকে। তার পরেই শুরু হয় পাল্টা আক্রমণ।
৬৩ মিনিটে পেনাল্টি থেকে সের্খিও রামোস এবং ৯০ মিনিটে লুকা মদ্রিচের গোলে বার্সেলোনা ধরাশায়ী হয়ে যায়। কী ভাবে সম্ভব হল এমন একটা জয়? সাংবাদিক সম্মেলনে জিদান বলেছেন, “আমরা ভাল ফুটবল খেলেছি। ফুটবলারদের জন্য আমি গর্বিত। গত এক সপ্তাহে ওদের যেভাবে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে, তার একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল।
ওরা ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। শুধু তিনটে পয়েন্ট বলেই নয়, এই ম্যাচ জেতার সঙ্গে অনেক গর্ব এবং ঐতিহ্যের প্রশ্নও জড়িয়ে থাকে। সেটা আমার দলের ফুটবলাররা অনুভব করেছে। তাই ওদের জন্য আজ আমি বিশেষ ভাবে গর্বিত।” যদিও জিদান আরও বলেছেন, “লোকে আমাদের সম্পর্কে কী বলছেন, সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার পড়ে না।
ওরা যে ভুলটা ধরতে চান, সেটাও শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তবে সকলকেই বুঝতে হবে, রিয়াল মাদ্রিদের জার্সি পরে যারা খেলছে, তা বরাবরই কিছুটা ব্যতিক্রমী ধরনের। তাদের সম্পর্কে এত দ্রুত বিশ্বাস হারানোটা ঠিক নয়। শনিবারের ফল সেটাই প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে, আমাদের দলের মাঝমাঠ এবং রক্ষণ ছিল জমাট। সেটাই বার্সেলোনাকে কোণঠাসা করে দিয়েছে।”