স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ অক্টোবর।।শারোদৎসবে যাত্রী ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন পেয়েছে ত্রিপুরা। আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে অতিরিক্ত ডেমু ট্রেন-র অনুমোদন দিয়েছে রেলওয়ে। আগামী ২৩, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর ওই ট্রেন যাত্রী পরিষেবা দেবে।
বর্তমানে আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে দুই জোড়া ডেমু ট্রেন যাত্রী পরিষেবা দিচ্ছে। শারোদোৎসব উপলক্ষে অতিরিক্ত ট্রেনের সুচিও রেলওয়ে ঘোষণা দিয়েছে। দিনের প্রথম ট্রেন আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওয়ানা দেবে সকাল সোয়া পাঁচটায়। তেমনি ধর্মনগর থেকে আগরতলা-র উদ্দেশ্যে ট্রেন রওয়ানা দেবে সকাল ছয়টায় এবং আগরতলা থেকে ধর্মনগর সকাল সাড়ে ছয়টা।
এছাড়া অন্যান্য ট্রেন ছাড়ার সূচি হল আগরতলা-সাব্রুম সকাল ১০টা ৫০ মিনিট, ধর্মনগর থেকে সাব্রুম দুপুর সোয়া দুইটা, ধর্মনগর থেকে আগরতলা বিকেল পৌনে চারটে, আগরতলা থেকে ধর্মনগর বিকেল পৌনে ছয়টা, সাব্রুম থেকে ধর্মনগর সকাল ৮টায় এবং সাব্রুম-থেকে আগরতলা রাত সোয়া আটটা।