স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এডিসি এলাকাতে টাউন কমিটি গঠনের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ৩২ বছর আগে এডিসি গঠন করা হয়েছিল। কিন্তু বিগত সরকারের যে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেনি, নতুন সরকার ক্ষমতায় আসার পর সমস্ত বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। আইপিএস দুই দলের বিধায়ক তথা বর্তমান রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী এনসি দেববর্মা ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া উপস্থিতিতে ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০১৬ সালে এই বিলটি উত্থাপন করা হয়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় এই বিলের সংশোধনী এনে রাজ্যপালের কাছে প্রেরণ করেছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় আইপিএফটি। বুধবার সংগঠন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের যুগ্ম সম্পাদক শুক্লা চরণ নোয়াতিয়া। এডিসি এলাকাতে টাউন কমিটি গঠন করার দাবি জানানো হয়েছিল। এরপর ৩০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আইপিএফটি যুব ছাত্র সংগঠন। অবশেষে রাজ্য মন্ত্রিসভা এডিসি এলাকায় টাউন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।